যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্যেও কিন্তু স্টার অ্যানিস খুব ভাল। গরম জলে ৫-৭ মিনিট স্টার অ্যানিস দিয়ে ফুটিয়ে নিন। এবার তা ছেঁকে নিয়ে খেতে পারলে কিন্তু ভাল উপকার পাওয়া যায়। খাওয়ার ৩০ মিনিট পর এই জল খেতে পারেন। আবার স্টার অ্যানিসের সঙ্গে লবঙ্গ, দারচিনি দিয়ে ফুটিয়ে খেতে পারলেও কিন্তু ভাল ফল পাওয়া যায়।
স্টার অ্যানিসের মধ্যে থাকে শিকিমিকি অ্যাসিড। বাচ্চাদের ট্যামিফ্লু প্রতিরোধে কিন্তু এই স্টার অ্যানিস ফোটান জল খুব ভাল কাজে দেয়
There are no reviews yet.